সোলেমান বাস এর অপেক্ষায় ছিল, অফিসের বাস আজ এত লেট কেন।
প্রতিদিন বাস আসে ৮টা ৫মিনিটের আগেই। সোলেমান হাতের ঘড়ি দেখলো, ৮টা ৯মিনিট।
একটা কার এসে সোলেমানের একটু সামনে থামলো। ভিতরে অল্পবয়স্ক এক যুবক বসা ছিলো, সে সোলেমানের দিকে হাত নাড়লো। সোলেমানও হাত নেড়ে ভাবছিলো কে এই ছেলে, সম্ভবত সফিক স্যারের ছেলেটা, বাস দেরি করায় স্যার সোলেমানের জন্য গাড়ি পাঠিয়েছেন হয়তো।
সোলেমানের পিছন থেকে এক লোক হাত নেড়ে গাড়ির দিকে গেলো। একটু কথা বলেই দুজন সোলেমানের দিকে কেমন ভাবে যেন তাকালো।
এরপর থেকে সোলেমান সকালে রিকশা নিয়ে তার নির্দিস্ট স্টপেজের পরের স্টপেজে চলে যায়। এখন সেখান থেকেই বাসে উঠে সে।
প্রথম রচিত: নভেম্বর ১, ২০১৫