রেডিট আসলে কি? রেডিট ব্যাবহার না করলে আপনি যা যা মিস করছেন।
THIS IS AN INCOMPLETE EARLY DRAFT আমার অত্যন্ত প্রিয় ওয়েবসাইট হলো রেডিট, ইন্টারনেটে নষ্ট করা সময়ের অধিকাংশই আমি ব্যায় করি এই রেডিটে। কি এই রেডিট, কেন আমি এর এত ভক্ত, কেন রেডিট খ্রাপ, কেন ভাল, এইসব নিয়েই মোটামুটি লম্বাচৌড়া এই লেখাটা। কি এই রেডিট? ইন্টারনেটে সময় কাটানো যদি আপনার নিয়মিত এক্টিভিটির মধ্যে পড়ে থাকে তাহলে এটা নিশ্চিতভাবে বলা যায় যে কখনো না কখনো আপনি Reddit নামের ওয়েবসাইটটি দেখছেন। প্রথম দেখায় চোখে পড়ে হিজিবিজি অনেকগুলো নিল নিল লিংক, নিচে কি কি সব লিখা, বামে দুটো উপর-নিচ তিরচিহ্ন, আর কতগুলো সংখ্যা। ইউজার ইন্টারফেসটা যেন সেই ২০০৪-২০০৫ এ পড়ে আছে। সেটাকে আবার লিখে রেখেছে Reddit - The Frontpage of the Internet রেডিট - ইন্টারনেটের প্রথম পাতা প্রথম দেখায় যেমনই লাগুক, For much of The Internet, Reddit is the gateway to everything interesting going on in the world.