Bangla-soleman-series - Sohan's Blog

Bangla-soleman-series

সোলেমানের দিনগুলি ৫ - পাগল

সোলেমানের বাবা মারা যাবার সময় তাকে বলেছিলেন, “সালমাকে দেখে রাখিস”। সোলেমানের বয়স তখন মাত্র সতেরো। মা ছেড়ে চলে যাবার দেড় বছরের মাথায় বাবাকে হারিয়ে সোলেমান প্রায়ই একা মন খারাপ করে বসে থাকতো। ছোট্ট সালমা পাশে এসে বসে সোলেমানের হাতটা শক্ত করে চিপে ধরতো, এরপর বলতো, “একটু হাঁসো তো দেখি ভাইয়া”। সোলেমান জোর করে মুখে একটা কৃত্তিম হাঁসি ফোটাতো। এরপর সালমা বলতো “তুমি সবসময় এমন থাকবা বুঝছো”। মন খারাপ ভাইয়াকে সালমার ভালো লাগে না। সোলেমান তার সেই কৃত্তিম হাঁসিটা মুখে নিয়ে হেটে যাচ্ছিলো। হাতে একটা নাম না জানা কমলা রঙের ফুল। একটা ছোট বাচ্চাকে পাশ কাটিয়ে যেতে সে শুনলো বাচ্চাটা তার মা কে বলছে, “আম্মু ওই লোকটা এমন অদ্ভুত হাঁসি হাঁসি করে হাঁটছে কেন?” “মনে হয় পাগল বা কিছু হবে, এইসব পাগল টাগল দের থেকে দূরে থাকবা বুঝছো?