প্রোগ্রামিং শিখা, এবং গুগল সার্চ এর জাদুবিদ্যা
আমি নিজে এখনো নুব প্রোগ্রামার দেখেই সম্ভবত প্রায় সময় অনেককে পাই, যারা ভাল প্রোগ্রামিং শিখতে চায়, কিন্তু “পারছে না”। তাদের নানান সমস্যা, প্রশ্ন। কিভাবে প্রোগ্রামিং এ ভাল হওয়া যায়? ওমুক কনসেপ্টটা বুঝছিনা, একটু বুঝিয়ে দিবা? কোড লিখেছি কিন্তু কম্পাইল হয়না কেন বুঝিনা। আমার লজিক ঠিকাছে, প্রোগ্রাম ও রান হয় কিন্তু রেসাল্ট ঠিকমত আসেনা। … … এ ধরনের ঝাপসা প্রশ্ন থেকে শুরু করে অনেক স্পেসিফিক প্রশ্ন যেমন, একটা মেইন ক্লাস থেকে দুটো ক্লাস ইনহেরিট করে আবার আরেকটা ক্লাসে সেই দুটো ক্লাসকে ইনহেরিট করলে প্রোগ্রাম রান হচ্ছেনা কেন?